কলি যুগের কিচ্ছা শোনো বলি,
নিজের মনে যা আসে যায় করে,
খেয়াল খুশি চলছে মানুষ গুলি,
নেশার ঘোরে থাকে পাঁকে ভরে।
রঙিন ফানুস সাজে মুখোশ পড়ে,
চেনা তাদের নয়কো সহজ মোটে,
ছলচাতুরি লোকের সনে করে,
সাধুর বেশে খলনায়ক সব জোটে।
মন্দ কাজে কুযশ থাকে ভরে,
মানুষ হয়েও মানবতা হারা
বংশের মুখে চুণকালিটা পরে,
যতোই বোঝাও দু’কান কাটা তারা।
কেউ বা করছে শোষণ নেতা হয়ে,
আমজনতা শিকার হচ্ছে সবে,
দুর্নীতিতে চলছে দেশটা ক্ষয়ে,
জাগো সবে প্রতিবাদের রবে।
মনেপ্রাণে দেশকে বাসলে ভালো,
দেশ- সমাজের হিতে কাজটা করো,
থাকো নির্ভীক ঘুচবে কালো,
জয়টা পেতে সাহস মনে ভরো।