শিশির বিন্দু ভোরের বেলায়
ঘাস গালিচায় ঝরে,
ধান চারাদের খুশির মাতন
হেমন্ত বায় পরে।
শিউলি তলায় শুভ্র শিউলি
মোরাম বিছিয়ে রাখে,
কচি কিশলয় খুশির হাসিতে
সুবাস গায়েতে মাখে।
হেমন্ত মাঠে আমন ধানের
সুরভি ছড়ায় দূরে,
কৃষকের বুকে ইচ্ছে কুঁড়িরা
সাজে স্বপ্নে জুড়ে।
বাংলার ঘরে উৎসবে ভরে
নানা আয়োজনে সবে,
হেমন্ত এলে সুখে ডানা মেলে
নবান্নের-ই রবে।
নব ধানে তুলি গড়ে পিঠা পুলি
অসীম খুশিতে ভরে,
হেমন্তে তাই মন মেলে ভাই
শীতের ছোঁয়াতে ভরে।