দেশের আশা দেশের ভরসা
যুব সমাজ জানি,
দেশ- সমাজের উন্নতি যে
তাঁদের কর্মেই মানি।
বর্তমানের চালচিত্রে যে
শঙ্কা জাগে বুকে,
যুবসমাজ হচ্ছে নষ্ট
ভাবছে সবাই দুখে।
সঙ্গদোষে হারায় হুঁশে
চলে নেশার পথে ,
বিবেক বোধে জাগবে তবেই
থাকবে সুস্থ মতে।
ভ্রান্ত দিশায় কুকাজ করে
করছে জীবন নষ্ট,
স্বজন মনে বিষাদ ছায়া
পাচ্ছে দেখে কষ্ট।
বিবেক হুঁশে যুবক সমাজ
জেগে উঠো সবে,
দেশ ও জাতির উন্নয়ণ যে
তবেই সফল হবে।