ছোট্ট খোকার অবাক চোখে
বিস্ময় ঝরে রাশে,
কেমন করে চাঁদের আলো
ধরার বুকে ভাসে!
চাঁদের দেশে আছে নাকি
থুত্থুরে এক বুড়ি,
চুলগুলো সব শনের মতন
বয়েস হাজার কুঁড়ি।
লোকে বলে চাঁদের গায়ে
আছে মরুভূমি,
সত্য কিনা এসব কথা
বলো না মা তুমি।
কে লাগালো চাঁদের গায়ে
এমন করে কালি?
মন খারাপে আমার যে মা
কান্না পাচ্ছে খালি!