কুকি ছড়া পেরোলেই যে
মেলে ভুবন পাহাড়টা,
ক্রোশ খানেক পথ হেঁটে গেলেই
বরাক নদীর ওই চরটা।
ওইখানেতে ছায়া ঘেরা
রাঙ্গামাটির ওই গাঁয়ে,
আমার মামার বাড়িটা যে
প্রধান রাস্তার ঠিক বাঁয়ে ।
ছড়ার জলে বড়শি নিয়ে
মাছটা ধরার বেশ মজা!
সাথী ছিলো মামার ছেলে
নন্টে ফন্টে আর ভজা।
বরাক নদীর শীতল জলে
ঝপাৎ ঝপাৎ চান করা,
বিকেল হলেই নদীর চরে
খেলাধূলায় মন ভরা ।