শেখ রাসেলের জন্মদিন,
বাংলা জুড়ে খুশির বীণ।
শিক্ষাঙ্গনে অনুষ্ঠান,
নাচবে সবে গাইবে গান।
অনুষ্ঠানে নানান সাজ
স্মরণ সভা স্কুলে আজ।
ছড়া – কাব্যে মাতলো মন
ফুলের মালায় স্মৃতির ক্ষণ।
দেশের শত্রু নাশে প্রাণ,
শিশু বলে পায় না ত্রাণ।
সবার মনে বিষাদ সুর,
রাসেল ভাই যে বহু দূর।
আগস্ট হলো শোকের মাস
শেখ মুজিবের জীবন নাশ।
ঋণী থাকে বাংলার লোক
শ্রদ্ধাফুলে জানায় শোক।
হাসিনা রয় দূর দেশে,
ভাসেন শুনে দুখ রেশে।
জন্মদিনে রাসেল কৈ!
চোখের কোলে অশ্রু থৈ!