শিউলি বেলা শিশির
মুক্তো হয়ে ঝরছে ঘাসে ঐ
মেঘের ভেলা আকাশে
দেখবি যদি চলনা সই।
নদী তীরে কাশ বনে
সাদা চামর দুলছে তাই,
আনি চল্ কাশফুলে
দারুণ মজা লাগবে ভাই।
নানা রঙে ফুলে ভরা
কুসুম বাগে অলির দল,
ফুটেছে শিউলি কেয়া
আর দেরী নয় ত্বরা চল্।
নিবিড় ভোর মায়াবী
বকুল গন্ধে মাতাল মন,
কবি মনে কাব্য ছোঁয়া,
ময়নাবিলে শাপলা তুলে
পদ্মদীঘি ভরা ফুল,
শরৎ শোভা যে মনকাড়া
রূপে রসে আঁকে কবি
শব্দ প্রাণে দিচ্ছে নাড়া।
সোনা রোদে গায়ে মেখে
বাউল গায় উদাস সুরে,
শরৎ এলে খুশিতে
শিউলি ঝরে উঠোন জুড়ে।