সোনার বাংলায় জন্ম নিয়ে অহং জাগে মনে,
দেখি যখন সোনার ধান মাঠে এ হেমন্ত দিনে।
মুক্তি, শুক্তি ও আকুতির ভাষা আমাদের বাংলা,
কতো শহীদের রক্তে শুদ্ধ সে তথ্য যায় না ভোলা।
লক্ষ্মী রূপী বাংলা আমাদের সোনা ফলায় মাঠে,
স্বনামধন্য বঙ্গ কবিদের কাব্য দিগন্তে ছোটে।
এপার বাংলা,ওপার বাংলা – নামেই বিভাজন,
পদ্মা ও গঙ্গার স্নিগ্ধ ধারায় আশ্লিষ্ট সবার মন।
সোনার বাংলার রত্ন রবিঠাকুর, নজরুল, জসীমউদ্দীন;
রেখে স্মরণে তাঁদের গাই এই বাংলার জয়গান।।