শুধু একটি দিন রেখেছিলাম তোমায় অপেক্ষায়,
প্রতিশ্রুতি দিয়েছিলে একসাথে হাঁটবে সহস্র বছর,
তবু এতো অস্থির শুধু একটি দিনের অপেক্ষায়!
যদি হই নিশ্চুপ অগুনতি দিন পেরিয়ে মাস,মাস পেরিয়ে বছর: মনে রাখবে তো?
ভুলে যাওয়া যখন সহজ তখন নিয়ম না মানা জটিল সময়ের দীর্ঘশ্বাস পেরিয়ে জীবন্ত করতে পারবে পুরাতন প্রেম?
বহু নারীর আকাঙ্ক্ষা কামনা উপেক্ষা করে অন্তরের অনন্ত গহীনে প্রতিধ্বনিত যুগল প্রেমের সে গান কাব্য কথা অস্পষ্টতাকে পারবে কি স্পষ্ট দৃঢ়তা দিতে?
সর্বসন্মুখে লোকলজ্জা এড়িয়ে চিৎকার করে বলতে পারবে কি ভালোবাসি,
মন প্রাণ দিয়ে শুধু তোমাকেই ভালবাসি!
না ভয় পেয়ো না, এতবড় কঠিন পরীক্ষার সন্মুখীন হতে হবে না,
কারণ জীবন নয় শুধু কাব্য, তবু আবছায়ায় ভাবতে ভালো লাগে,
যদি এমন হতো!
বহুযুগ যুগান্তর পেরিয়ে কঠিন শাস্তি দিতাম তোমায় শুধু তোমায় ভালোবেসে!!