তোমার সাথে আমার দেখা হবে কবে?
ভ্রমর কি সে কথা জানে?
ফুলেদের ভাষা কেউ কি বোঝে?
সে শুধু ভ্রমরই জানে!
আকাশের বুকে ব্যথা বাজলে,
মেঘবতী কেবল এলোমেলো হয়ে উড়াউড়ি করে!
অভিমানী বৃষ্টি ফোঁটায় ফোঁটায় ঝরে পড়ে!
একনাগাড়ে বৃষ্টির শব্দের ভাষা কেউ কি বোঝে?
অনন্ত আকাশ সেই গোপন কথাটি জানে!
ফুলের দেশে সব প্রেম ই প্রেম, সব প্রেমই সিদ্ধ!
মানুষের নয় কেন তবে?
মানুষ কেবল দুঃখ জানে!
তাই চোখের পালকে যে থাকে,
তাকে কি মনে করতে হয় বারে বারে!
আঁখির তারায় যার বাস,
তার সাথে কেন দেখা করতে হবে!
তাই চোখের জলে বৃষ্টি ভেজা শ্রাবণ সন্ধ্যা ঘনালে,
মেঘ কানে কানে বলে
তার সাথে দেখা হবে কবে?