কেন পিছু ডাকে চাওয়া পাওয়া
কেন পিছু ডাকে স্মৃতি
সময়ের স্রোতে ভেসে যাওয়া শুধু
আপন ক্ষণিক তিথি।
কি দিয়েছি কি যে পেলাম
সকলই গিয়েছি ভুলে
পড়ে আছি আজ শূণ্য এ হাতে
দু কূল ছাপানো কূলে।
এসেছে জোয়ার যাওয়ার টানে
বাঁধন ছিঁড়েছে কাছি
উজানের টানে ভাসবে জীবন
শূন্য হাতে বসে আছি।
ভাঙাছে আকাশ মাথার উপরে
আঁধার এসেছে নেমে
গিয়েছে হারায় সকলই যা ছিল
জোনাকিরা গেছে থেমে।
তবু বসে রই আলোর তরে
যদি কেউ এসে হাত টুকু ধরে
আপন হতে করে আপনার
জগৎ ওপার ‘পরে।