আমার শরীর জুড়ে বন্যতার ঘ্রাণ
শান্ত চেহারায় কোমলতা ভরা
এলোমেলো চুল, লিপস্টিকে রাঙ্গানো ঠোট,
চোখে মায়ার কাজল,
আমি এক নারী!!!
আজও যার সতীত্ব নিয়ে চলে
দরকষাকষি খেলা,
ধর্ষিত নারী সমাজ বর্জিত
অথচ ধর্ষক বিচারপতি!!!
আমার শরীর জুড়ে বসন্তের ছোঁয়া,
মন খারাপের ঝড়ে একলা কাশের বনে,
বিষাদমাখা গোধূলীকেও রঙিন করার নেশায় থাকি মেতে
আগুন রাঙানো কৃষ্ণচূড়া আমার শরীর
শরীরের সকল ক্ষত সুনিপুণ কৌশলে ঢেকে শত কষ্টের মাঝেও,
চোখের কালি লুকিয়ে; কাজল কালো চোখে হাজার সুখের স্বপ্ন গড়তে পারি,
আমি এক নারী !!!
আমার শরীর জুড়ে সর্বনাশা ভাঙ্গন
পোড়া মন, ভাঙ্গা সংসার জীবন
কান্নায় ভাঙ্গা বুক, তবুও আমি সজাগ
দৃঢ়তায় হাসি ভয়ংকর মৃত্যু শয্যায়,
স্নিগ্ধ সোহাগে জ্যোৎস্নার আলো
ছড়িয়েছে আমার বুক,
পূর্ণিমার নিস্তব্ধ আলোর ছোঁয়ায়
কলঙ্কিত বেনামী সুখ,
শোষিতের বলিষ্ঠ হাতে নিষ্পেষিত আমার শরীর,
তবুও নিঃশব্দে সহ্য করা অত্যাচারের
আঘাতেও মরে যাওয়া বৃক্ষশাখায়
ফুল ফোটাতে চেষ্টা করি,
আমি এক নারী !!!
শব্দ গহীন অরণ্যে শূন্য অম্বর নয়,
আমি রচি আপন স্বয়ংবর,
সভ্যতার আদি কাল থেকে আমি লাঞ্ছিতা
বারে বারে দিয়েছি সতীত্বের অগ্নিপরীক্ষা,
গাঙুরের জলে ভাসিয়ে ভেলা
করেছি সিঁথির সিঁদুর রক্ষা,
আমার কপালে থাকে অপয়ার তকমা
জন্ম থেকেই বিবাহের বলি প্রদত্তা,
জ্বলে-পুড়ে মরেছি সতীদাহে, কখনও
শ্মশান যাত্রীর গলায় পরিয়েছি বরমাল্য,
বিংশ শতাব্দীর শেষ সীমানায় দাঁড়িয়ে আজও—
যন্ত্রণার পরতে পরতে যবনিকা টেনে চলে পণপ্রথা,
তবুও, শূন্য চোখের দৃষ্টিতে রক্ত ভেজা আকাশ দেখতে পারি,
আমি এক নারী !!!
আমার ধমনী-শিরায় বইছে গভীর আর্তনাদ ও হাহাকার,
স্বপ্নের তালিকা অতিক্ষুদ্র তর,
অঝোর অশ্রুধারায় বিবর্ণ মুখে মৃত্যু শিবিরে করি বাঁচার প্রার্থনা,
আমার দীর্ঘশ্বাসে থাকে অলক্ষ্মীর বিভীষিকা,
আজ আমি স্থবির কঙ্কাল,
তবুও, নৈশ প্রহরীর মতো জেগে থাকে আমার যৌবনডালি,
বিষাক্ত তক্ষকের বিষে আষ্টেপৃষ্ঠে
জড়িয়ে থাকে আমার শরীর,
এক অঞ্জলি ভরা মিঠা আতরের ঘ্রাণে টলটলে যৌবন
প্রাণপণে ঢেকে রাখতে চায় ভ্রমরের আকুল আহ্বান,
রঞ্জিত নখাগ্র রক্তিম তনুমন
উন্মুক্ত প্রসাধনে উজ্জ্বল,
স্বর্গসুখের ব্যভিচারে উন্মত্ত সমাজ
রক্তচোষা বাদুড়ের দল
করে ধর্ষণ নির্যাতন অত্যাচার,
ওষ্ঠরসে বন্যতার সংহার,
শক্তির অপব্যয় সম্মানের চাটুবাক্য
সাথে হায়নার আঁচড়।।
তবুও, মূল্য চুকিয়ে যাই আজীবন,
অদৃশ্য কাঁটার মতো বুকে বেঁধা যন্ত্রণা আজও মূল্যহীন,
বিকিয়ে যাই মরীচিকার দামে বারে বারে,
রোজ মরি-রোজ উঠি বেঁচে
এক নতুন ভোর দেখার তরে,
আরেক নতুন জীবন এনে দিতে যে আমিই পারি,
আমি এক নারী !!!