জীবনটা হলো এক রঙ্গমঞ্চ
আর আমরা সবাই কলা-কুশলী,
কোন সম্পর্ক কখনোই ততটা প্রতীক্ষিত নয়
অতৃপ্তি ছুয়ে যায় সৃষ্টির অপেক্ষায়
আমাজনের বর্ষিয়ান বৃক্ষের মত।
একটি নিখাদ অনাপাক্ষিক আবদারের জন্য
আজন্ম দীর্ঘশ্বাস চেয়েছি নিমীলিত আঁখি জুড়ে,
ডুবেছে অপেক্ষা নায়াগ্রাতে আগ্রাসী রূপে,
তাই কেউ কেউ বিম্বিসারের ধূসর জগৎ ছেড়ে
চোখ তুলে তাকিয়েছে বনলতার শ্রান্ত হৃদয়ে।
খসে যাচ্ছে জীবনের পলেস্তারা
হেঁটেছি মাইলের পর মাইল,
ক্ষণিক সময়ের ছায়া-ছন্দে ক্ষয়ে গেছে পাথরের বুক,
বন্দী ফ্রেমের ললাটে আলো-আঁধারে
প্রতিনিয়ত ডুবছে অভিনয়ের শেষ পংক্তি,
আর দৃশ্যপটে অবজ্ঞার সাথে উপেক্ষিত
থেকে গেছে নাট্যক্ত প্রকাশভঙ্গি।
তবুও বিষাক্ত ক্ষতমুখ শেষ মুহূর্তে
গন্ধ পেয়েছে সোঁদামাটির,
অদম্য ক্রোধ আর অভিমান ভুলে খামচে ধরেছে
সর্বহারা নিষ্ফলা ক্ষমতার অধিষ্ঠাতাকে।