বাংলা ভাষা মোদের মাতৃভাষা মায়ের মতই প্রিয়,
ষড়ঋতুর রঙে রাঙানো ভাষায় অনির্বচনীয়।
লালন রবি নজরুল হাজার কবির ভাষা,
এই ভাষাকেই করছে লালন শিশু শ্রমিক চাষা।
ফুলের মত নানান রঙের বর্ণমালার ছোঁয়ায়,
রূপসী বাংলা নেচে ওঠে খোলা মাঠের হাওয়ায়।
স্বপ্ন ধরে রাখা শিশুর ছোট্ট দুচোখ ভরে,
মায়ের কোলে পরম সুখে ছড়া গানের সুরে।
প্রভাতের শুভ্র ভাষা যেন প্রত্যক্ষ রবির কিরণ,
অভ্রভেদি জগতের সকল দ্বার মুহূর্তে করি উন্মোচন।
বাংলা মোদের মুখের ভাষা আমরা বাঙালি,
ইচ্ছে খাঁচায় বন্দী যত মাতৃভাষার কাঙ্গালী।
অগোছালো শব্দের জালে লেখনীর প্রাসাদ গড়ি,
শহীদ মিনারের বেদীতে দাঁড়িয়ে স্মরি একুশে ফেব্রুয়ারি।
বাংলা আমার জন্মভূমি বাংলা মোদের অহংকার,
ভাষা শহীদের কন্ঠে জড়ানো উজ্জ্বল এক চন্দ্রহার।
বাংলায় আমার জাগরিত বিবেক মাতৃত্বের অঙ্গীকার,
মিষ্টি-মধুর হৃদয়ের ভাষা হাসি-কান্নার সমাহার।
বাংলা দিয়ে জীবন শুরু মায়ের মুখের বুলি,
বাংলায় আঁকি আনন্দ বেদনা দিয়ে ক্যানভাসে রংতুলি।
গায়ে মাখি বাংলার রোদ কাদা মাটি ধূলি,
শহীদ বেদীতে চোখের জলে জানাই অঞ্জলি।
শহীদ বন্ধুর শোণিত ধারায় বহে হৃদয়ের গাঁথা,
মাতৃভাষাকে জড়িয়ে বুকে ভুলি সকল ব্যথা।
শিল্পীর তুলিতে কবির কলমে ধরণীর স্নিগ্ধ পরশে,
মিশে আছো তুমি বঙ্গভাষা বাঙালির প্রাণের হরষে।
তোমার শ্রেষ্ঠত্বে উজ্জ্বল তুমি সূর্য তেজ দীপ্ত,
মোদের শিরা-ধমনীর অক্সিজেন ভাষা জীবনকে করে উদ্দীপ্ত।
তেজদীপ্ত বাংলা ভাষারপ্রতি জানাই আন্তরিক সম্মান,
বিশ্বসভায় রাখবো উজ্জ্বল আমাদের মাতৃভাষার মান।।