আমি একটা বন্দী পাখি
চোখের জলে রই।
নীলাকাশ ডাকে আমায়
কোথায় গেলি সই।
ডানা আমার বড্ড ভারী
গগন বহু দূর।
সবসময়ে খাঁচায় থাকি
শোনো কান্নার সুর!
মনে মনে খুবই ইচ্ছে
মায়ের কাছে যাই।
সোহাগ আদর পাব আমি
দেখব আমার ভাই।
বাড়ির মালিক বলে আমায়
আমার সঙ্গে চল।
অনেক অনেক খাবার দেব
গায়ে পাবি বল।
লোভের বশে এলাম আমি
কবে ছাড়া পাই!
ডানা দেখি ভারী এখন
উড়বার শক্তি নাই।