রইবে পরে শুকনো ফুলের দল
রইবে পরে প্যান্ডেল, ডাকের সাজ
বিজয়া শুনে থেমেছে কোলাহল
মা’গো তোর ভাসান যাবে আজ!
মহালয় থেকে নবমী রাতের আলো
কাশফুল থেকে নিম্নচাপের সুরে
দৌড়ে গিয়েছে আনন্দেরা জমকালো
জিরোয়নি পা, এমনি ভবঘুরে।
কৈলাস থেকে অনেকখানি দূরে
পাঁচটা দিন কাটলো বাতাস হয়ে
মণ্ডপ থাক সিঁদুরমাখার সুরে
দশমীও যায় যাক না একলা বয়ে!
আর কি নইলে থাকবে পরে মা!
কি নিয়ে বল দুঃখ লুকাবো রাতে
সহস্র ভিড়ের মাঝেও বিড়ম্বনা
বুকের ভিতর আঁধার জমে প্রাতে।
দুঃখ আমার পূর্ব পরিচিত
দুঃখ আবার ঘুচবে শরৎ এলে
অনাহুত হয়ে দাঁড়িয়ে আছি সবাই
যেমন পৃথিবী থাকে, সূর্য গ্রহণ হলে।
ফিকে হয়ে গেছে আকাশ বাতাস সবে
শূন্যতা নিয়ে শুকনো ফুলও কাঁদে
একাকীত্ব কি এমনই দেখতে তবে?
যেথা হাজারের মাঝেও হৃদয়শূন্য লাগে।
একাকীত্ব কি এমনই দেখায় তবে,
শিক্ষিতরা যাকে বিজয়া দশমী ভাবে..