কেচ্ছা যদি পুচ্ছ তুলে নাচন করে শুরু
হায়রে হায়! অবেলাতে ময়লা জমে পুরু!
ধরাকে সরা-জ্ঞানেই হয় বুঝি পায়াভারী
সেটা নাকি কোনমতেই নয়কো বাড়াবাড়ি|
মাখছি ধুলো, গিলছি ধুলো নয় কুছপরোয়া
বদমাশের ভূতটা আদৌ হয় না ঘরোয়া|
কেচ্ছা নাকি স্বেচ্ছায় দুলছিল এক দোলনায়
কাছাখোলায় ডুবছিল দিন আরাম-কেদারায়|
ভয়ের কাছে নতমাথায় অরুচি-ভাব বদনামের
তল পায় না খুঁজে নিপাট ভব্য গুহ্য এক খামের|