দু কান কাটা অসহ্য বিকিরণের দাপটে ম্লান
মহল্লার অতীত-জেল্লা |
গা ছমছম! বুক ধরপড়!
শিহরণের সহর্ষ আদেখলেপনা দুটি চোখেই
ড্রাগন-আগুন!
তেমন অনলে ছারখার সুখী সংসারের সুখ-ছায়া|
ভূত-প্রেত-মামদো-গামদো-শাকচুন্নী এবং আরো
কত-র কুকর্মের গুরু-শিরোমণি ব্রহ্মদত্যি |
জাহান্নমের তোল্লায় পেল্লায় বাঁদরামী তিন সত্যি|
ওদের সমবেত তপ্ত ব্যাপ্ত শ্বাস-প্রশ্বাসে
কপালে চক্ষু আমজনতার জ্যান্ত ভৌতিকতায়…।
মানবাত্মায় ভূত-বংশে ভূতুড়ে কাণ্ড-কারখানায়
নাভিশ্বাসের যেন দোদর্ণ্ডপ্রতাপ অঙ্গীকার!
ছাড়বে না অনায়াসে নাস্তানাবুদের সখ্যতা|
পিষে পিষে দুরমুশের ছাল-বাকল উঠলেও
খনা গলায় লাগাতার সন্ত্রাসের নির্ভীক এষণা!
পাড়া-পাড়ান্তরে ভূত-ছানারাও দুষ্ট তালিমে
শাসানিতে কাঁপাতে প্রস্তত শান্তির কেল্লা,
বেহায়া দুঃসহ বিকিরণের সদ্য-ইতিহাসটা মুছলে
ঐতো ঐতো মহল্লায় হাসির জেল্লা!