দলবদ্ধ আবর্জনায় কঠিন বাঁধুনি কঠিনতর হলো
নৈরাজ্যের দোসর হয়ে…….
সেই নরকগুলজারে কৃষ্ণের বাঁশরী শুনে শুনে
মিলিত এ মন……ও মনে পাপড়ি মেলে গোলাপ-
কিন্তু ফাঁদ পেতে অজস্র কাঁটাও অগোচরে খুব জ্বরে
ঐ তো, ঐ তো আছে হাত বাড়িয়ে।
বাড়ন্ত হাতে হাতটি ধরে গুটিগুটি সময়
ছড়িয়ে দেয় ঘোলাটে আসমান,.
সেখানেই সাঁতরে অতলান্তিক পার হওয়ার স্বপ্নে ডুবন্ত মন
এখনো পায় নি হীরক দ্যুতি !
তবুও ভক্তি-জোয়ারের কাঁধে কাঁধটি রেখে আদি-রসও
উদ্বাহু তুলে গাইছে সাম্যের জয়গান।