ঔরসজাত সন্তান নও
বিষাদে তুমি প্রজ্ঞাবান
রক্তমাংসের সীমানা ছেড়ে
এ দুনিয়ার ভগবান।
ভেলকি দেখার চোখটা ধুয়ে
বিশ্বাস চাই প্রাজ্য
মাটির মধ্যে সোনার আসন
আর সবই বাহ্য।
জরায়ুকে দোষটা দিয়ে
চাই না হতে বেতাল
তোমার মতন আমার জন্মও
দেবালকের খেয়াল।
ঔরসজাত সন্তান নও
বিষাদে তুমি প্রজ্ঞাবান
রক্তমাংসের সীমানা ছেড়ে
এ দুনিয়ার ভগবান।
ভেলকি দেখার চোখটা ধুয়ে
বিশ্বাস চাই প্রাজ্য
মাটির মধ্যে সোনার আসন
আর সবই বাহ্য।
জরায়ুকে দোষটা দিয়ে
চাই না হতে বেতাল
তোমার মতন আমার জন্মও
দেবালকের খেয়াল।
Powered by WordPress