আমিতো সাজাই ভগ্ননীড় একমনে,
যেন দুঃস্বপ্নের অবহেলিত জাদুকর
একচিলতে অন্ধকারাচ্ছন্ন মনে সযতনে-
অবশিষ্ট ,আলোর বাতিঘর..বাতিঘর..বাতিঘর।
ভাঙছে মন,ভাঙছে শরীর তবুও আছে বায়না
ক্ষতচাঁদ জাগিয়ে তোলে হৃদয়ে প্রেমের জ্যোৎস্না।
কাঁকর পথে দিচ্ছি হামা ছিনিয়েছে আমার মনোরমা
কলঙ্ক আর লজ্জাস্মরম কিনছে দেখি টাকায় ক্ষমা
বাসর ঘর ,হিংস্র অধর,মেকি ছিল ফুলের আধার
প্রজাপতির ভাঙছে ডানা অবহেলার মনফাগুন
শুকনো ফুল গন্ধ বিহীন ,ফুলশয্যাই সারৎসার
স্বপ্নগুলো সাজিয়ে রেখে চিতায় তোলে মনআগুন।
বাড়ছে বয়স,জীর্ণ শরীর দৃষ্টিতে কেবল দীর্ঘ ছায়া
অভিমান কাড়ছে শুধু হৃদয়ে রাখা সকল মায়া।
নয়নের মাঝে নয়ন না পাই দাঁড়াই বেদনার বালুচরে –
ঘরভেঙে গেছে কবেই বালুচরে আজও অশ্রু ঝরে।
তবুও বানাই বালি দিয়ে ঘর অবচেতনে
আমি যেন স্বপ্ন পূরণের এক জাদুকর
দীর্ণ,জীর্ণ,ভাঙাচোরা,একচিলতে মনে-
এখনও অবশিষ্ট আমার বাতিঘর..বাতিঘর..বাতিঘর।