ইষ্টিকুটুম মিষ্টিকুটুম নিশি কুটুম কার
যার বাড়িতে হানা দেয় নিশিকুটুম তার।
দিনে সাধু রাতে লোভের চকচকে চোখ যার
নিশিকুটুম জেনে রেখো রাতের হানাদার।
আগের দিনে করতো কুটুম রাতেই কাজ কারবার
আজকাল কে পরোয়া করে এখন হোলটাইমার।
নিশি কুটুম্ব যায় আর আসে ঘুষ দিয়ে পায় পার
শেষ বিচারের আশায় আশায় জামিন হলো তার।
হাজার কোটির গয়নাগাটি মুখ চব্বন সার
স্বদেশ বিদেশ পাড়ি জমায় নাগাল কে পায় তার।
অবশেষে কোমর কষে অনেক দিন হয় পার
হাজার কোটির চুরির সাজা দু-মাস কারাগার!
মজার আইন মজার দেশে ব্যবসা চমৎকার
সৎ ভাবেতে মরবে কেঁদে খাবে যে আছাড়।
চুরি বিদ্যে বড়ো বিদ্যে খুঁটি আছে যার
যায় না ধরা করলে তাড়া হয় সে পগারপার।
চুলের মুঠি জোরসে সাঁটি হলো কি বিচার
হায়রে বিচার কি হবে তার ফাইন দু- হাজার!
মারে গন্ডার লোটে ভান্ডার কলির কি কারবার
চুরি করে বিদেশ ঘোরে কল্কি অবতার !!
হবুচন্দ্র রাজার দেশে এই হলো বিচার
নিশিকুটুম রামরাজত্বে নেত্য করো এবার।।