একটা হাসির আড়ালে
কান্নার জলতরঙ্গের মূর্ছনা
শুনতে চে’ও না।
যেও’না দেখতে রংধনুর
পেছনে আকাশের কান্না
ছোট ছোট বৃষ্টিকণায়।
উদাস দুপুরে হেঁটে যেও
মরুভূমি নামের জীবনপথে
মরীচিকার সন্ধানে।
শুক পাখীর সুখ খুঁজে চলা,
” সারি ” সঙ্গিনীর উচাটন মন,
ব্যঙ্গমার ম্লান হাসি।
ব্যথা বুকে চেপে, হাসি মুখে বলে
রূপকথা ছিল, আজ হারিয়েছে
ঐ তারাদের ভীড়ে।
মন নিয়ে চলা , তারাদের মেলা,
সাঙ্গ হলো বেলা,জাগতিক খেলা ।
নুড়িগুলো জমে তরঙ্গাভিঘাতে ,
কঠিন পাথর হয়ে নীরবে থাকে ,
মহাপ্রস্থানের পথে।