হয়ত কোন একদিন, মুছে যাবে জীবনের
সাতরং , ক্যানভাসে ।
মির্জা আসাদুল্লা খাঁ আর বলবে না সারেঙ্গীতে উঠুক গজলের ধুন ।
তানপুরার ছেঁড়া তার আর ফেটে যাওয়া তবলা শেখাবে বেঁচে থাকার স্বপ্নের অঙ্গীকার ।
ঈশ্বর যে কে , তাকে জানা হয়নি,
হয়নি জানা ভাগ্যবিধাতার ঠিকানা ।
ভাগ্যের ফেরে পেয়েছিলাম তোমার মনের বাড়ির পথ।
জানতাম না তোমার মনবাড়িটা পাথর দিয়ে মুড়ে রাখা একটা দূর্গ।
যেখানে ভালোবাসা রোগাক্রান্তের প্রতি অনুকম্পা বা ঘৃণা থাকে ।
যেখানে ভালোবাসার বিসর্জন হয় ক্ষণে ক্ষণে ।
তোমাকে ঈশ্বর মেনেছিলাম , তা তুমি জানতে ।
আজ সেই ঈশ্বর হলফ করে বলুক —
” জগতের শ্রেষ্ঠ অপরাধ —ভালোবাসা “।
তোমার চিন্তা নেই , নিজের হাতে নরকের দরজা খুলে চলে যাব , নিশ্চিন্ত থাক,
যাব, অন্তত এইটুকু বিশ্বাস নিয়ে যে —
ঈশ্বর তার নিজের স্থায়িত্ব নিয়েই যখন সন্দিহান, তারও তো ঠাঁই ওই নরকে ।