তোমার চোখে মুখে লেগে আছে ব্যস্ততা
জামায় কালির দাগ কবেই
আজও ওঠেনি
শতবার কাচার পরেও
পুরানো অভ্যাস গুলো হারিয়ে ফেলেছো
সমুদ্রের গভীরে
অথচ এই তোমাকেই আমি একদিন নদী বুনতে দেখেছিলাম
স্রোতের মুখে আকাশ আঁকতে
বৃষ্টিসন্ধ্যায় গানের ডালি ভরিয়ে দিয়েছো কতোবার
মোটা মোটা অক্ষরে মিলেছে কবিতার খাতা
আজ আর নদী নেই,আকাশ নেই
পাখিপথ থেমে গেছে কোনো নিচু বাড়ির
সদর দরজায়
ব্লাকবোর্ড এর নিচে এসে একদিন সকলেই থামে
বিচ্ছিন্ন পরিধিতে মানুষকে গিলে নেয়
রাশি রাশি ঢেউ আর চোরা বালি।