যেমন করে রৌদ্রতাপে
শুকায় সিক্ত ভূমি,
তেমন করেই ব্যস্ত দিনে
ভোলো আমায় তুমি।
একটা দুটো কথার পিঠে
জড়ানো কথার প্রীতি,
আজ মনে হয় শুকনো ফুলের
শুকিয়ে যাওয়া স্মৃতি,
কানে বাজে সুরের মায়া
হৃদয়ে জাগে তান-
নিঃসঙ্গ নীরব কন্ঠে
যায় না গাওয়া গান।
আকাশ আমার সঙ্গী ছিল
শ্রাবণ মুখর দিনে
কর্মদানব বিশাল গ্রাসে
নিল তারে কিনে।
এখন আমি দিবাস্বপ্নে
সুখস্মৃতিতে মাতি
এই বুঝি সব কাটলো আঁধার
অভিশাপের রাতি
গহণ মনের দহন জ্বালা
পোড়ায় ধূসর বেলা,
হৃদয় ভরা স্বপ্ন করে
রক্ত হোলি খেলা।
মহুয়া নেশায় মন খোঁজে হায়
শালপিয়ালের জঙ্গল,
কায়ার অতলে নীরব ছায়ারা
রচে বর্ষামঙ্গল।।