বুকে যদি হয় কোন রক্তক্ষরণ গোপনে
হাসো আরো জোরে জোরে কবিতার পথ ধরে
নতুন দিনের আলো কলম সাথে সোপানে।
আকাশে কখনো মেঘ হয়তো বা বৃষ্টি আসে
যদি মন চায় দূরে যেতে চায় ঘুরে ঘুরে
স্বাধীন দেশের নারী অদৃশ্য শেকলে হাসে।
চোখের জল গিয়েছে শুকিয়ে অনেক আগে
যেন অভ্যস্ত আপোষে রাখে পা ভোরের ঘাসে
তবু আবেগী সে মন কলমে জীবন জাগে।
কাগজের বুকে ফোটে কলমের ভালোবাসা
একসাথে কথা বলা মনে মনে পথ চলা
সব ক্ষত মুছে যাক সৃষ্টি সুখে জাগে আশা।