হতে চাই প্রেমের কান্ডারী জীবন স্রোতে
যত ব্যথা হয়েছে তুমি দিতে চাই প্রলেপ,
শুদ্ধ চিন্তা শক্তি থাকে যদি ক্ষতি নেই দূরত্বে
কবিতায় গানে ভরাব সবে নেই আক্ষেপ।
নিজের শর্তে বাঁচার শিক্ষা করেছি রপ্ত
যতক্ষণ শ্বাস ততক্ষন আশ করি বিশ্বাস
কর্মযজ্ঞে কখনো যেন না দিই ফাঁকি গুপ্ত
সবে একসাথে গড়ি পারষ্পরিক বিশ্বাস।
সুন্দর প্রকৃতির সৃজনে এসো হই বলীয়ান
ব্যক্তিস্বার্থ ভুলে গড়ি প্রকৃত সুস্থ সামাজ
নতুন সম্ভাবনায় জাগ্রত হোক মনপ্রাণ
সুস্থ মননশীল ভাবনা বড়ো প্রয়োজন আজ।
তোমার স্খলিত পাপের হোক প্রায়শ্চিত্ত
স্বার্থপরতা থেকে হোক মুক্তি নিরসন
অন্তর মনন হোক সুন্দর হোক শুদ্ধ চিত্ত
মুছিয়ে অশ্রু এসো গাই জীবনের জয়গান ।