ঝিঁঝিঁ পোকার শব্দে কিছু নতুন অভিজ্ঞতায়
মন কেন পুরাতন স্মৃতি পানে ধায় ,
ঘুমহীন রাতে অজান্তে তোমার কথা ভাবায় এখনো!ভোলার চেষ্টা বৃথা কারণ জানি
তুমি জ্বালাবে আমায় আজীবন।
পেরিয়ে এসেছি বেশ কিছু বছর জীবন স্রোতে,
স্বার্থপর, কাপুরুষ মন্তব্যে চুপ থেকেছ,
লজ্জাহীন হয়ে আবার এসেছ কিসের মোহে?
সম্পর্কের নাম প্রহসনে পরিবর্তিত।
প্রেম বড়ো পরাধীন মুক্তি নেই হয়তো,
শুধু কিছু দূর্লভ মুহূর্তেরা দেয় হাতছানি,
জীবন এগিয়ে চলে সংসার স্রোতে ভেসে
সুখে দুঃখের সাথে মানিয়ে হেসে হেসে ,
তবু আবেগী মনেরই আঙ্গিনায় সেই পিছুটান!!