বিচ্ছেদের মন কেমন করা
দিনটি ছিল বাইশে শ্রাবণ।
অঝোর ধারায় বৃষ্টি হয়ে
নয়নে নেমেছিল প্রলয় প্লাবন।।
বিষাদ সংগীতের মূর্ছনা যেন
ছড়িয়ে দিয়ে আকাশ বাতাস ।
শ্রাবণের এই অমোঘ দিনে
বিশ্ব হারিয়েছিল আলোর প্রকাশ।।
আপন তেজে দীপ্ত তুমি
হৃদয় মাঝে বিশ্বকবি।
বাঙালির মর্মে মননে জড়িয়ে তুমি
মধ্য গগনের জ্বলন্ত রবি।।
ফিরে আসে বারে বারে
অতীতের সেই বেদনাতুর স্মৃতি।
অশ্রুধারায় ভিজে ছিল বিশ্ববাসী
বক্ষে জড়িয়ে তোমারি অনুভূতি।।
কত অমূল্য সৃষ্টি রেখে গেছো তুমি
এই বিশাল সংসার প্রাঙ্গণে।
সকল মায়ার বাঁধন ছিন্ন করে
চলে গেলে নির্মল মৃত্যুর আগমনে।।