এই সমাজের সর্ব মানব কুলের
মহাবৈচিত্রের মহা ব্যবধানের মাঝে
পেয়েছি অগণিত শিক্ষক বৃন্দের
ভিন্ন ভিন্ন আদর্শ ও আদর্শহীনতার শিক্ষা।
শিক্ষা দিয়েছে আমাকে আকাশ; বাতাস;পাহাড়; মাটি; জল; পাখি; জীবন সখি।
শিক্ষা দিয়েছে আমাকে রুক্ষতা; ভগ্নতা;
শিক্ষা দিয়েছে আমাকে
ব্যথিত হৃদয়ের সকল ব্যাকুলতা,
শিক্ষা দিয়েছে আমায় বিরহ যন্ত্রনা।
শিক্ষা পেয়েছি আমি ডাকাতের থেকে
শিক্ষা পেয়েছি আমি সাধু সন্ন্যাসীর হতে;
শিক্ষা পেয়েছি আমি ভিক্ষুকের হতে;
শিক্ষা পেয়েছি আমি শিশুর হাত হতে;
শিক্ষা পেয়েছি আমি মানুষের অপঘাত হতে;
শিক্ষা পেয়েছি আমি আমার অপমানে;
শিক্ষা পেয়েছি আমি আমার সম্মানে;
শিক্ষা পেয়েছি আমি আমার চরম দুর্দিনে;
শিক্ষা পেয়েছি আমি আমার স্বর্গ সুখ দিনে।
শিক্ষা দিয়েছে আমায় শোষণ;
শিক্ষা দিয়েছে আমায় শাসন;
শিক্ষা দিয়েছে আমায় নৈতিকতার অব্যক্ত ভাষণ;
শিক্ষা দিয়েছে আমায় নেতাদের প্রবল কুশাসন।
এভাবেই অশিক্ষিত মগজকে লয়ে
শিক্ষিত হই দিনে দিনে।
গভীর ভাবনায় প্রার্থনা জাগে মনে,
প্রকৃত শিক্ষিত হই যেন,
প্রকৃত শিক্ষা দিতে পারি যেন এই ভুবনে।
সবাই দিয়েছে মোরে শিক্ষা
তাই আজ মানুষ আমি,
সকল শিক্ষক নিওগো প্রণাম
সময়ের কাছে তোমরা যে খুব দামি।