নিঃশব্দে বয়ে বেড়ানো দুর্বিষহ ব্যথার ভার
হৃদয় মাঝে করে ছটফট।
অযাচিত ভাবনা যত জড়িয়ে থাকে অবিরত
মাথার ভিতরে করে কটকট ।।
আবির মাখা গোধূলির রঙে বিরাগ সুরে বেসুরো গানে
দুঃখের নদী ওই যায় বয়ে।
থাকতে চাই বাহুডোরে উন্মত্ত খুশির আঙিনা জুড়ে
প্রেমের উদাসী সুর যায় রয়ে।।
হয়তো আবার হারিয়ে যাব দূর মহাকাশে ভেসে বেড়াবো
রইল দাবি তোমার কাছে।
যখন আকাশ কালো হবে অঝোর ধারায় বৃষ্টি ঝরবে
আমাকেই পাবে তোমার হৃদয়ের মাঝে।।
আমার বুকের আগুন যত জ্বলছে আজও অবিরত
শুদ্ধ করি দুর্বিনীত যৌবনেরে।
শরীরের সমস্ত স্নিগ্ধতা ছড়িয়ে দেবো ভূবন মাঝে
ভালোবাসার সকল একাকিত্বকে স্পর্শ করে।।
ভাবনার অবক্ত্য অভিমানে প্রশস্ত মৃত্যুর অন্বেষণে
কুক্ষীকে করে রেখেছি অভুক্ত।
নিঃস্ব হৃদয়ে মম অন্তিম অভিসার লব
তাই প্রশ্বাসকে হতে দিয়েছি উন্মুক্ত।।
কলঙ্কের ছুরিকাঘাতে ক্ষত বিক্ষত করেছি হৃদয়
রক্তাক্ত করেছি শিরা-উপশিরা।
উদাসী নীল সরোবর মাঝে অনাকাঙ্ক্ষিত নীল পদ্মের গন্ধে
লোভী ভ্রমরও হয়েছে দিশাহারা।।
তেজোদ্দীপ্ত যৌবন সূর্যের ছায়া সরোবরের নিষ্পাপ স্বচ্ছ জলে
এঁকেছে গোপন সৌন্দর্যের লেখ্য।
নিঃশব্দে ফুটে ছিলাম আমি তোমার ব্যথিত হৃদয় মাঝে
দিয়ে যত ছিলো মোর গীতিআলেখ্য ।।