তোমার জন্য জয় করেছি বিশাল এক যুদ্ধ,
জয় করেছি একটি দেশের স্বাধীনতা–
শত প্রজন্মের ধংস দেখেছি দাম্ভিক রাজপথে
উদ্বাস্তু কলোনির গোপন সুড়ঙ্গে
বীরচক্র রক্তে ভিজেছে কত শহীদের আত্মা,
দীপ নেভা ঘরে অচেতন উঠোনে
সোনার মেডেল টাঙিয়ে
আমি শহীদ হয়েছি তোমার জন্য,
সুগন্ধি চন্দনে গা সাজিয়ে
বন্ধ্যাত্বের সকল গ্লানিতে চুম্বনের দাগ ভরে
অন্ধকারায় বন্দি প্রাণকে সংগ্রামরত রেখেছি আজীবন,
আগামীর সম্ভাষণে মৃত্যুর সওগাত হেনে
সশস্ত্র কলমে ভরেছি কাব্যলাভা,
বজ্রকঠিন রাজ্যে বিজ্ঞাপনের রংবাহারে
সকল বৈধ-অবৈধের নিঃশ্বাস চুরি করে
নিজেকে গড়েছি অজাতক শুধুই তোমার জন্য।