কেটে গেছে বহুদিন; আজো ভুলিনি,
চোখে লেগেছিল নেশা তখনো বুঝিনি।
পথের ধারে হঠাৎ ফোটা আগাছার ফুল,
কথা যত হারায় তার নেই কোন কুল ।
বসেছিলাম গোধূলি বালুচরে কিছুটা সময়,
নির্বাক দুজনেই; কখন কি যে হয়।
দিগন্তে উড়ে চলে পাখিদের সারী,
গন্তব্য অজানা ; নেই কোন বাড়ি।
চোখের স্পর্শে ছিল অপূর্ব অনুভূতি,
মনে মনে ছুঁয়েছিলাম চাইনি সম্মতি।
একরাশ ভয় জমা হৃদয়ের ঘরে,
চলে গেলে; আমি তবু রাখিনি তো ধরে।
ঋণের পাহাড় গড়ি শুষ্ক-মরু বালুচরে,
বেলা শেষে আজও আছি নির্জন ঘরে।