আজও খুঁজে চলেছি সেই মিষ্টিমধুর সারল্যের ঘ্রাণ,
তীব্র গুমোট ভেঙে বৃষ্টির খবর নিয়ে ছুটে চলেছি আপ্রাণ ।।
একপ্রান্তে জনপদ অন্যপ্রান্ত শূন্য নদীর দুই কুল,
বিধ্বস্ত মাটির পরে লুটিয়ে পড়া আমি এক আগাছার ফুল।।
অব্যক্ত বেদনাতুর স্মৃতি জমা চোখে; চুলে হেমন্তের শিশির,
প্লাবন ভূমির বুকে ঝুঁকে-পড়া ম্যানগ্রোভ শাখা; স্রোতস্বিনী আমার শরীর।।
জ্যোৎস্না দিয়ে আঁকা অমূল্য মায়াবী মুখ আজ লাগছে ভীষন অচেনা,
বিস্ফারিত চোখে মর্মভেদী মানচিত্রে আছে তার নির্লিপ্ত বর্ণনা ।।
সায়াহ্নের সারথি হয়ে আমিও চলেছি পিছে; পড়েছি নিরাশার ছায়ামুকুট,
চারিদিকে মৃত্যুর গ্লানি নিয়ে জীবনের ঋণ শোধে ব্যস্ত ধ্বংসকীট।।