আর গোলাপ নয়
এবার হানো রক্তিম পলাশ।
যে গোলাপ শুধু ভালবাসার প্রতীক
কুরে কুরে নিঃশেষ করে দেয়
ক্ষয়ে যাওয়া জীবনটাকে।
যে জীবন চায় তার যৌবন
যে জীবন করছে ছটফট
মুক্তির প্রতীক্ষায় ;
ভুলে ফেলতে চায় তার স্মৃতি
উপেক্ষিত জীবনটা শুধু কাতরায়
আলো চায় , চায় মুক্ত বাতাস
পায় শুধু অন্ধকার ,বুক ফাটা রুদ্ধশ্বাস।
জীবনটার গোলাপ পাপড়িগুলো
শুকিয়ে ঝরে গেল,
আর চায়না সে নতুন করে
গোলাপ হয়ে ফুটতে
চায় তার রূপটাকে পালটাতে
সাধ জাগে পলাশ হতে।