এরপর দুর্দিনে নিমন্ত্রিত দুঃখগুলো হাস্যমুখে
জীবন-পরিসরে বিরাজমান।
অনুভূত এক অস্থিরতা অসুস্থতায় তাৎক্ষণিক
ঘোর অমাবস্যায় পাখীটির আনচান ।
এখান থেকে পরিত্রান পাওয়া উদ্বিঘ্ন প্রাণের
রাজপথে হাঁটার প্রথম ও আদি প্রত্যাশা,
এখানেই আরো আরো আলোকে উন্নতি হওয়ার
সুতীব্র আশা মনের গহনে বেঁধেছে বাসা।
সেই বাসায় বসবাসে উন্মুক্ত রাজপথে
বিষন্ন পথিকের সামনে মরীচিকা-
এখানেই আচমন সেরে শান্তির আমন্ত্রণে
অগ্রগতির তসবির আরোও দীপ্যমান,
এবার অসুখের বিনাশকালে মন্দ বাতাস
দূর-দূরান্তরে চলে গেলে কপালে তখন জয়টিকা।
তেমন জয়তিলককে কুর্ণিশ জানিয়ে সোল্লাসে
দিনযাপনের পাঁচালীতে উধাও অমানিশা,
এখন স্বাভাবিকতার দুয়ার খুলে হাঁটাচলা
কথা বলার ভেতর সন্তোষের কাম্য নেশা ।