নদীর তীর ভাঙ্গে, ভাঙ্গে জমি, ভাঙ্গে ঘরদুয়ার
কত যে সংসার!
প্রকৃতির অভিশাপ মেনে পিছোয় নি মানুষ ,
অন্য পাড়ে গড়ে ওঠে সংসার মাথা গোঁজবার।
এ নিয়মে বুক বেঁধেছে চাতকের প্রাণ
আমাদের বিশ্বাস,
যতটুকু ভেসে গেছে পা হড়কে দমবন্ধ হয়ে
নওল ভোর ঠিক দেখিয়ে দেবে ধ্বংসের সর্বনাশ।