থরে থরে অলস শিশির কণা।
তুচ্ছ শায়রে ডুবিয়ে পদদ্বয় হাঁটে
অবিকল শোষকের মতন ।
জনান্তিকে ভাঙা ঘরদোর আরো আরো শূন্যে
ভরে, শূন্যতায় শূন্যে ভাষাভাসি
কার ভালো লাগে?
বিন্দু বিন্দু নিসর্গের পরিপাটি শোভন
বস্তুনিষ্ঠের বাগানে কোথায় শোভনীয়?
বিনা সংস্কারে ভাঙাচোরা যাত্রায়
আর ফোটে না কুসুম অন্য শুদ্ধ ছোঁয়া
অদ্ভুত গোলোকে এখন সবটাই বায়বীয়।