ছুঁয়ে যায় মন আমার অতীত স্মৃতিতে
কিশোরী বেলার নানান আবেগ ঘন মুহূর্তে ।
স্মৃতিপটের ঝাঁপি মনে শিহরণ আনে নীরবে,
বৈশাখী ঝড় ওঠেছিল বিষাক্ত এই সমাজে।
সময় কালে আকুলতা যেন মরিচীকারই কবলে,
ধীরে ধীরে স্মৃতি যেন বিলুপ্তির পথে।
ছুঁয়ে যায় মন আমার অতীত স্মৃতিতে
কিশোরী বেলার নানান আবেগ ঘন মুহূর্তে ।
স্মৃতিপটের ঝাঁপি মনে শিহরণ আনে নীরবে,
বৈশাখী ঝড় ওঠেছিল বিষাক্ত এই সমাজে।
সময় কালে আকুলতা যেন মরিচীকারই কবলে,
ধীরে ধীরে স্মৃতি যেন বিলুপ্তির পথে।