মুঠো ভরে মেঘ পুষেছি দেখো,
তোমার তুমিকে যদি উজ্জীবিত রাখা যায়।
জানালায় আকাশ দেখা তোমার উদাস চোখ,
মেঘেদের খুনসুটিতে ডুব দেওয়া ভাবুক তুমিকে
সেরা উপহার দিতে এক মুঠো মেঘের আমদানি!
যা উড়ে মেঘ,ঘুরে ফিরে আয় এ চেনা চৌহদ্দি,
বারান্দা,রান্নাঘর,শয়ন কক্ষ ছুঁয়ে ইচ্ছেমতন। তোমার কপালে এঁকে দিক শান্তির স্নেহ চুম্বন।
আমার তুমিকে প্রাণচঞ্চল রাখাতেই আনন্দ….,
এ যেন তোমার খোলা চুলে আমার নিবিড় আশ্রয়।
হারিয়ে না যাক তুমি স্বত্তা এই কৃত্রিম জীবনের
কচকচানি,একঘেয়েমি মাখা যাঁতাকলে।
হরেক ফন্দি ফিকির,স্বার্থপরতার আবর্ত মুক্ত জীবনের প্রতিনিধি হয়েও এসব গ্লানি স্পর্শ না
করুক তোমার মনের নীল আকাশ সামিয়ানা।
আমাকেও প্রতিদিন ছুঁয়ে দিও মুঠো ভরে,
হৃদয় অলিন্দে পোষা তাজা মেঘ স্পর্শে ধন্য তুমি।
এভাবেই অক্ষয় হোক আমাদের বন্ধন মেঘ ছুঁয়ে।