চাইলে আমায় খুঁজে নিতে পারো;
নৈঃশব্দের নিস্তব্ধতায় ,
সপ্রতিভ নীরবতায়,
কোলাহলে কাটে বিপন্ন কিছু অনর্থক সময় ,
হাঁসফাঁস করে চলে অবিরত,
মেকি বৃত্তের কৌশলী বাঘবন্দি খেলায় …..
ফিরে আসে সেই অনাবিল মুক্তহাসি ,
আনন্দের কলতানে টোল পড়া গাল,
ঠিকরে পড়ে ভাললাগার উচ্ছ্বাস –
ছন্দময় অফুরন্ত কথামালা নির্জনতায়,
বুনে চলে একনিষ্ঠ একাত্মতা ….
নীল দিগন্তে বাড়িয়ে রেখেছি, দীর্ঘ প্রত্যয়ী প্রসারিত হাত,
ছুঁয়ে দাও নীরব সবুজের সজীবতায় –
উষ্ণতার এই ছায়াঘেরা প্রশান্তির মেদুরতায়,
ব্যপ্ত হোক সমৃদ্ধতার আপন অহংকার ……..