ঠিক যেন ফেরিওয়ালা সকাল,
রোদ চড়তেই সাজায় উষ্ণতার পসরা –
পরিত্যক্ত কার্ণিশে পাখিদের গৃহস্থালি,
রঙিন পালকে মোড়া সুখের চাবিকাঠি ।
সময়ের বৃদ্ধাঙ্গুষ্ঠের ইশারায় সূর্য ঢলে,
দীর্ঘ থেকে দীর্ঘতর হতে হতে আসে বেলাশেষে,
গোধূলির অস্তরাগে পাখিরা ফিরে আসে কুলায়,
নিবিড় সন্ধ্যায় জ্বালে গার্হস্থ্যের তুলসী প্রদীপ …….
বর্ষণের কাল অকাল কিছুই নেই,
সীমাহীন আকাশের বিশালতা,
কিম্বা শুষে নেওয়া মাটির উদাত্ততা,
আমি রাঙামাটির পথে হেঁটে চলি,
উদাসী বাউল মূর্ছনায় অকপট………..
আমি মেতে থাকি আপনমনে ,
অবিরত নিয়মভাঙার খেলায়,
চেনা সীমারেখার আবর্তের বাইরে …….