নীল যন্ত্রণায় কুঁকড়ে যেতে যেতেও থমকে গেছি বারবার,
অনুভব করি কবিতার সাথে সুদীর্ঘ সহবাস ,
অক্ষরের সাথে শুধুই খেলি লুকোচুরির খেলা,
তবু চোখ মেলি অজানা স্পর্শে-
অতৃপ্ত মনের নিরন্তর রসদ খুঁজে পেতে।
শূন্য পাতার সূচীপত্র জুড়ে সাজিয়েছি
অব্যক্ত কথার নিরলস ফুলঝুরি ,
ভীড়ের নিঃশব্দ মনবীথির পথ ধরে
খুঁজে নিতে পারো চেনা অবয়ব,
অনন্ত হাঁটাপথে……
প্রতিশব্দ উসকে দাও নিবিড় আঁধারে,
আখর মালা পানসি ভাসায় নির্ভুল ব্যাকরণে,
ঝরার বেলা প্রহর গোনে নীরব একাকীত্বে,
ছন্দের খোঁজে শব্দ সাজাই নিখুঁত উচ্চারণে।