বিদীর্ণ রাতের অন্ধকার আমার জন্য থাক,
তোমার জন্য সাজিয়ে রেখেছি পর্ণশ্রী,
ঝরাপাতার বিষন্নতা আর নয় –
তুমি চেয়োনা সোনার হরিণ,
কোথায় পাবো সেই তপোবন?
বিলুপ্তির পথের বনাঞ্চল খোঁজে চাঁদ,
হতাশার আঁধারে নির্বোধ উল্লাসে।
তোমাকে ঘিরে ধরে সোনালী সম্ভাবনা,
শিরীষচূড়া ভেদ করেছে ঐ লাল কৃষ্ণচূড়া,
তোমার আবির মাখানো লজ্জারুণ মুখে দেখেছি –
অন্তরঙ্গ অনুপম ছায়া,
যাকে ঘিরে আবর্তিত অনুরাগের ছন্দময় গভীরতা।
তুমি বিলীন হতে চেয়েছ স্বেচ্ছায়-
সেই অনন্ত শিকড়ের গভীরে………