বিশ্বাসটা ঠুনকো হয়েছে আজ।
অবিশ্বাসেই জগৎ চলে দেখি
লোক ঠকানো আধুনিকতার তাজ
ভালোবাসা প্রেম সেটাও বুঝি মেকি ।
মেকি মনে হয় দুনিয়ার আভিজাত্য
লোক দেখানোই স্বার্থের বুনিয়াদ
সততায় স্যাঁকা মানবিকতারা ব্রাত্য
মনুষ্যত্ব বিবেককে বলে কাঁদ ।
কাঁদতে কাঁদতে কেটে গেছে কতদিন
তবুও তোমায় ভুলতে পারিনি কেন?
সকলেই জানি এক দুই যোগে তিন
ভালো থেকো তুমি কষ্ট পেও না যেন ।
জেনে রেখো শুধু বিশ্বাস আজও আছে
আমার হৃদয়ে তোমার বক্ষমাঝে
সান্ধ্য জোনাক ইতি উতি জ্বলে গাছে
এসো একবার বৃষ্টি রাঙানো সাঁঝে ।
সাঁঝের প্রদীপে তুলসী তলায় আলো
বন্ধ চোখে ধরি মঙ্গলধূপ
ঘুচে যায় যত অমানিশা মেঘ কালো
অন্যায় একা চিৎকারে বলে ‘চুপ’!
চুপকথারাও দ্রোহ আহ্বান করে
ন্যায় ক্রমশই মাথাচাড়া দিয়ে ওঠে
লালসা কেবল ঔদ্ধত্যেই মরে
সিগারেট তবু জ্বলছে দেশের ঠোঁটে।
ঠোঁট পুড়ছে বিষাক্ত কালো ধোঁয়া
ওৎ পেতে থাকে শ্বাপদের নীল চোখ
টোপ জাগে রাত মুড়কি মুডির মোওয়া
অদৃশ্য বলে ‘এবার চাকরি হোক৷’
শোক কোরো না বিচার মিলবে ঠিক
বিশ্বাস আজও ঈশ্বরে জোড় বাঁধে
সোশ্যাল মিডিয়া বলে যাক শত ‘ধিক’
আইন কিন্তু অর্থনীতির কাঁধে !
কাঁধটা এবার মজবুত করে নাও
হাতে তুলে ধরো সাম্যের হাতিয়ার
সৌহার্দ্য সম্প্রীতি গান গাও
পরাজিত তুমি হবে নাকো বারবার!
শেষবার তুমি জিতে যাবে ঠিক দেখো
কর্তব্যেই তোমার চিত্রলেখা
বন্ধ চোখে বিশ্বাস শুধু রেখো
করে যাও কাজ ভুলেতেই ঠিক শেখা ৷
শিখতে শিখতে সাফল্য ছুঁয়ে যাবে
বিনয়টা হোক নিষ্ঠার অস্ত্র
সঠিক পথেই কলঙ্কটা পাবে
পরিচয় হোক ধবধবে বস্ত্র ৷
পরিচয় হোক কর্ম কঠোর শ্রম
বিশ্বাস বুকে অন্ধকারেই হাঁটো
সঙ্গী কেবল একমুঠো সম্ভ্রম
খিলখিলিয়ে হাসবে সবুজ মাঠও |
মাঠের কিনারে বটবৃক্ষের সারি
ওরা জেগে আছে প্রকৃতিকে ভালোবেসে
দিগন্ত নীলে সবুজের আড়াআড়ি
আলো মেখে নেবো চেনা সাকিনের শেষে ৷
শেষে পড়ে থাকে আস্থার আশ্বাস
রাজপথ ছিঁড়ে চুঁয়ে পড়ে রক্ত
ব্যভিচার নেয় কৃত্তিমতার শ্বাস
তুমি আমি সব শক্তির ভক্ত ৷
ভক্তির গুণে মহাকালও নত হয়
প্রশ্বাস জুড়ে নতুনের ডাক দাও
মুছে যাক মোহ দুঃখ কষ্ট ভয়
দুর্গম পথ পাড়ি দিতে হবে, যাও ৷