এখানে মাটির বুকে হিংস্রতার আঁশটে গন্ধ
চিড়ধরা সম্পর্কের ফাঁকে
দলাপাকানো যন্ত্রণায় প্রমাদ গোনে,অদৃষ্ট;
সময় লিখে যায়,
ভবিতব্যের আগাম ঠিকানা…..
যে মানুষ বেড়ে ওঠার আগেই
ঝুঁকে পড়ে প্রতিকূল বোঝার ভারে,
তার বিপন্নসত্ত্বার ভেতর ফেনিয়ে ওঠে
অপরিণত জীবনের হিমেলবার্তা…..
পায়ের তলার ভিত নড়ে গেলে
ফুরিয়ে আসে প্রজন্মের অস্তিত্ব….
নৈঃশব্দের আড়ালে প্রকট হয়,দুর্বিনীত ইচ্ছেরা
রক্তের টান ফিকে হয়ে,
অন্ধকারে আশ্রয় খোঁজে,অনৈতিক বাস্তব
নরম মাটির জংধরা উঠোনে
বিদ্রুপ মেখে অতৃপ্ত ঢেকুর তোলে,আহত বিবেক।