আলথালু বেশে সারা কুরুক্ষেত্রে অসংখ্য শবের পচা মাংস ঘাটে শিয়ালেরা ,
আজ মহাভোজ উল্লাস নারকীয় ।
রক্তস্রাব , রক্তস্রাব ঝরুক তোর জংঘা থেকে ওরে প্রেতিনী ,
প্রসব করবি যখন মৃত সন্তান দাহ বিনা ভাসাবি নদীর জলে হিংস্র কামট খুবলে নেবে তার হৃদপিন্ড ,
যন্ত্রনা শুধু যন্ত্রনা উঠুক নাভিশীর্ষে , আঁকাবাঁকা শিরায় , রক্তকণিকায় ,
তবু পাবিনা শান্তি এই পোড়াদেশে ধর্ষিত সমাজের লজ্জিত ফলাফলে জন্ম নেয় বেজন্মারা আর কেঁদে চলে অসহায় ধরিত্রী ।