হে সূর্য তোমার সমস্ত উত্তাপ ঢেলে দিও শীতার্ত পৃথিবীটাকে ,
হে চাঁদ তোমার লাবণ্য আর স্নিগ্ধতা প্রেমিক করে তুলুক সমস্ত হৃদয়কে আর নদী ,
সাগর তোমাদের জল বন্যার খ্যাপামীতে নয় ,
দাতার উচ্ছাসে ছুঁয়ে যাক সব ক্ষরা পীড়িত তৃণভূমিতে ,
যাতে দুস্হরা দুটো খেয়ে পরে বাঁচতে পারে ।
যে মানুষটা জীবন – মৃত্যুর সীমানায় দাঁড়িয়ে অট্টহাসিতে ফেটে পড়ে আপন খেয়ালে …
তাকে খুব ভালবাসতে ইচ্ছে করে ।
যখন প্রবল দুঃখ গ্রাস করতে চায় তখন যিনি গান ‘নতুন যুগের ভোরে ‘ তাকে নত হয়ে প্রণাম করতে ইচ্ছে করে ।
হে পৃথিবী তোমার সমস্ত সহনশীলতা সব হেরে যাওয়া মানুষের বুকে ঢেলে দিও যাতে তারা মগ্ন থাকে সৃষ্টিতে , প্রেম ও প্রতিবাদে ।