তোর ব্যস্ত সুখের বৃন্দগানে উপচে গেছে নদী
আমার অলস কাঁটা ধুঁকছে ধু ধু , বিজনে সম্বোধি ।
ভৈঁরো ভোরে তোর আঁচলে শিউলিতলার চাঁদ
আমার আয়ু থমকে থিতু , বিপন্ন বরবাদ ।
অভিজ্ঞ তাপ জমিয়ে আছি , জ্যোৎস্না মেঘে জুঁই
বাষ্প হয়ে বসবো মনে , বৃষ্টি হবি তুই ।
ভীড়ের ভিতর দাঁড়িয়ে একা , নিঝুম হলো রোদ
চাইছি তোকে এক মুঠো থাক পান্থ প্রতিরোধ ।